র‌্যাগিংয়ের অভিযোগে বহিস্কার ৫ ইবি শিক্ষার্থী

ই-বার্তা ডেস্ক।।    বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এক জরুরি মিটিংয়ে র‍্যাগিংয়ের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়াও এ ঘটনার সুষ্ঠু তদন্তে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ১৮ ফেব্রুয়ারি (সোমবার) ক্লাস শেষে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খাবার খেতে যায়। খাবার শেষ করে আসার পথে মেহেদী, রোমান, সুমাইয়া, জোবায়ের, মুহিদ তাদের পথ আটকায়। এসময় নবীন শিক্ষার্থীদের গান গাইতে বলেন। পাশাপাশি তাদের মুখে অভিযুক্তরা সিগারেটের ধোঁয়া ছাড়ে এবং অশ্লীল কথাবার্তা বলেন।

পরবর্তীতে ওই তিন শিক্ষার্থী বিভাগের শিক্ষকদের বিষয়টি জানান। পরে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশে প্রশাসন তাদের সাময়িক বহিষ্কার করে।

ই-বার্তা/ মাহারুশ হাসান