লক্ষ্মীপুরে উন্নয়নের জোয়াড়ঃ তাজুল ইসলাম

ই-বার্তা ডেস্ক।।  মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩৭৬টি কাঁচা সড়ক পাকা করা হচ্ছে।

আনোয়ার খান মডার্ণ মেডিকেলে বিনামূল্যে নাক কান গলার চিকিৎসা,রামগঞ্জের রাস্তাঘাট পুনর্নির্মাণের দাবি, আনোয়ার খানের সৎ ব্যক্তিদের মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়ে আনোয়ার খানের মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ৩৭৬টি কাঁচা রাস্তা রয়েছে।  চলতি অর্থ-বছরে সেই সব রাস্তা অগ্রাধিকার বিবেচনায় পাকা করার পরিকল্পনা রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় সংস্কারযোগ্য সব সড়কের গুরুত্ব ও অগ্রধিকার বিবেচনায় সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল মঙ্গলবার জাতীয় সংসদে জানান, রামগঞ্জে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামও।  লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে সরকার।  বর্তমানে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ ১ম পর্যায় শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু