লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার করেছে আইএস

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলা চালানোর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শনিবার আইএস দাবি করে, তাদের এক সদস্য ওই হামলা চালিয়েছে।  

আইএসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে সামরিক জোট হিসেবে যুদ্ধ করায় যুক্তরাজ্যের ওপর প্রতিশোধমূলক এই হামলা চালিয়েছে তারা।

তবে শুক্রবারে লন্ডন ব্রিজে তাদের সদস্যই যে হামলা চালিয়েছে তার প্রমাণ দেখাতে পারেনি আইএস।

শুক্রবার রাতে মধ্য লন্ডনে এক সন্ত্রাসী হামলায় অন্তত দুইজন নিহত এবং আরো কয়েক জন আহত হয়েছেন। লন্ডন ব্রিজের উত্তরের অংশে একটি হলে চলতে থাকা এক অনুষ্ঠানে হামলার সূত্রপাত হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, ছুরি নিয়ে কয়েক জন ব্যক্তির ওপর হামলার পর কিছুক্ষণের মধ্যেই জনগণের সহায়তায় এবং পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন।

দেশটির পুলিশ ইতিমধ্যে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে।পুলিশ বলছে, লন্ডন ব্রিজে হামলাকারী ওই ব্যক্তির নাম উসমান খান (২৮)। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু