লাদেনের ছেলের নাগরিকত্ব বাতিল করলো সৌদি আরব

ই-বার্তা ডেস্ক।।  শুক্রবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে।  নাগরিকত্ব বাতিল করে ফরমান জারি করেছে সৌদি প্রশাসন।  সৌদি আরবের সরকারি পত্রিকা ‘উম আল কারা’ ফরমানটি প্রকাশ করেছে।

হামজা সম্পর্কে তথ্য দিতে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণার পরই তার নাগরিকত্ব বাতিল করল সৌদি আরব। 

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, হামজা বিন লাদেন বর্তমানে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার একজন উদীয়মান গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।  কয়েক বছর ধরে বেশ কিছু অডিও এবং ভিডিও বার্তা প্রকাশ করেছেন হামজা।  এসব অডিও এবং ভিডিও বার্তায় তার বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্র দেশগুলোতে হামলা চালানোর কথা বলেছেন তিনি। 

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে নিহত হন ওসামা বিন লাদেন।  তার নেতৃত্বেই ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলা চালানো হয়।  ওসামা বিন লাদেনকে হত্যার পর অ্যাবোটাবাদ কম্পাউন্ড থেকে তার যেসব চিঠিপত্র উদ্ধার করা হয়েছিল, সেগুলো থেকে ধারণা পাওয়া যাচ্ছিল যে হামজা বিন লাদেনকে তিনি আল কায়দার পরবর্তি নেতা হিসেবে তৈরি করেছিলেন।  দু’বছর আগে আনুষ্ঠানিকভাবে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু