লিবিয়ায় বিমান হামলায় ৪০ জন নিহত

ই-বার্তা ডেস্ক।।  লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অভিবাসীদের আটক কেন্দ্রস্থলে এক বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৮০ জন। 

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ত্রিপোলির তাজুরা জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতের বেশিরভাগই আফ্রিকান অভিবাসী। 

জরুরী বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১২০ জন অভিবাসী একই স্থলে ছিল যেখানে সরাসরি বিমান হামলা ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ত্রিপোলি ভিত্তিক সরকার এক বিবৃতিতে জানায়, হামলায় কয়েক ডজন লোক আহত ও নিহত হয়েছে। তারা এ বিমান হামলার জন্য ‘যুদ্ধাপরাধী খলিফা হাফতার’কে দায়ী করেছে।হামলা আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু