লেবানন’কে যুক্তরাষ্ট্রের খেপণাস্ত্র উপহার

ই-বার্তা ডেস্ক।।   বৈরুতের মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানে করে মার্কিন সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র লেবানন পৌঁছেছে।

জানা যায়,২০০৫ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননের সেনাবাহিনীকে ২.৩ বিলিয়নের বেশি সহযোগিতা দিয়েছে।

১০ বছরের মধ্যে গত বছরের ৬ মে লেবাননে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এই নির্বাচনে হিজবুল্লাহ ও তার মিত্ররা মিলে অর্ধেকের বেশি আসন পেয়েছে।

১৯৮০’র দশকে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির দীর্ঘ প্রতিরোধ সংগ্রামের মুখে ২০০০ সালের মে মাসে ইসরায়েলের সেনারা দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়।

এছাড়া ২০০৬ সালে নতুন এক যুদ্ধে ইসরায়েলকে কার্যত পরাজিত করে এই সংগঠন।

ই-বার্তা/ মাহারুশ হাসান