শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত

ই-বার্তা ডেস্ক।। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির বিস্তীর্ণ​ অঞ্চলে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে।

শুধু দিল্লি নয়, মোরাদাবাদ, লখনউসহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম বলছে, তীব্র কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই কর্মস্থল-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এছাড়া দিল্লি-এনসিআর, উত্তরাখন্ড এবং উত্তরপ্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নেপালের বনাঞ্চলে মাঝারি মানের ভূমিকম্প হয়েছে। তার প্রভাবেই দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল কম্পন অনুভূতি হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং শুরু হয় যেখানে ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করেছেন। কলকাতা ২৪ জানায়, তীব্র কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই কর্মস্থল-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বলে জানা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।