শচীনকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রোহিত

ই-বার্তা ডেস্ক।।  এবারের বিশ্বকাপে আকাশ ছোঁয়া ফর্মে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। বৈশ্বিক টুর্নামেন্টে এক আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচটি সেঞ্চুরির ইতিহাস গড়েছেন তিনি।   

আজ সেমিফাইনালের আগে আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন রোহিত। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে ২৭ রান করতে পারলে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড গড়বেন রোহিত। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ৯ ম্যাচ খেলে ৬৪৭ রান করেছেন এই ওপেনার।

তার আগে কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ২০০৩ সালের বিশ্বকাপে রেকর্ড ৬৭৩ রান করেছিলেন। এক আসরে সবচেয়ে বেশি রানের তালিকায় শচীন ও রোহিতের মাঝে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেডেন। ২০০৭ বিশ্বকাপে হেডেন করেছিলেন ৬৫৯ রান।

২০১৫ বিশ্বকাপের পর গত চার বছরে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২০টি সেঞ্চুরি রোহিতের। এ সময় দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি সেঞ্চুরি করেছেন তার অধিনায়ক বিরাট কোহলি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু