শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রাজাপাকশে

ই- বার্তা ডেস্ক।। শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হওয়ার পর সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক এই সেনা কর্মকর্তা।

প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া তাকে শপথবাক্য পাঠ করান। শ্রীলঙ্কার প্রাচীন রাজ্য অনুরাধাপুরার রুয়ানওয়েলি সেয়া বৌদ্ধ মন্দিরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ নেওয়ার পর নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, তার সরকার জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দেবে। তাছাড়া নিরপেক্ষ বৈদেশিক নীতি মেনে দেশ পরিচালনা করবে।

গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে গোটাবায়া অন্তত ৫৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। গোটাবায়া রাজাপাকসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের ছোট ভাই। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাজাপক্ষে বলেন, জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি তৈরি করবেন তিনি। আল-জাজিরার শ্রীলঙ্কা প্রতিনিধি মিনেল ফার্নান্দেজ মনে করছেন, শ্রীলঙ্কার অর্থনীতি চাঙ্গা করতে বেগ পেতে হবে নতুন প্রেসিডেন্টকে। তিনি তামিল বিদ্রোহ দমনকালে দেশটির প্রতিরক্ষা সচিব ছিলেন