শপিং মলে হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলেছেন ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাষ্ট্রের টেক্সাসে হামলার ঘটনাক কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (০৩ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে নিজের টুইটারে তিনি এ মন্তব্য করেন।  

সেখানে ট্রাম্প লেখেন, টেক্সাসের এল পাসোর আজকের ঘটনা শুধুই দুঃখজনক না। এটি একটি কাপুরুষোচিত কাজ। দেশের সবাইকে সঙ্গে নিয়ে আমি আজকের এই ঘৃণ্য কাজের নিন্দা জানাই।

এর আগে শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হন। একইসঙ্গে আহত হন আরও অন্তত ২৪ জন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে টেক্সাসের ডালাস এলাকার প্যাট্রিক ক্রুসিয়াস নামে ২১ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশ। 

এদিকে এফবিআই জানিয়েছে এটা কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠির কাজ নয়। এটি অভ্যন্তরীন সন্ত্রাসী হামলা মনে করেই এর তদন্ত কাজ এগিয়ে নেওয়া হবে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু