শরণার্থী ফুটবলার আরাবিকে দেয়া হলো অস্ট্রেলিয়ার নাগরিকত্ব

ই-বার্তা ডেস্ক।।  আন্তর্জাতিক প্রতিবাদের মুখে থাইল্যান্ডের কারাগার থেকে মুক্তি পাওয়া শরণার্থী ফুটবলার হাকিম আল আরাবি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন।মঙ্গলবার মেলবোর্নে একটি অনুষ্ঠানের মাধ্যমে আরও ২০০ জনের সঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলীয় নাগরিকত্ব দেয়া হয়েছে।

খবর আল জাজিরার খবর অনুযায়ী দেশটির গণমাধ্যম বলছে, নাগরিকত্ব পরীক্ষায় তিনি শতভাগ স্কোর তুলেছিলেন।

অনুষ্ঠানের পর তিনি বলেন, এখন থেকে আমিও অস্ট্রেলীয়। নাগরিকত্ব পেয়ে আমি খুশি। আমি নিরাপদ অবস্থানে আছি, জেনে ভালো লাগছে।২৫ বছর বয়সী ফুটবলার হাকিম আল আরাবি ২০১৪ সালে নিজ দেশ বাহরাইন থেকে পালিয়ে আসেন। অস্ট্রেলিয়ায় তাকে শরণার্থীর মর্যাদা দেয়া হয়েছিল।

ই-বার্তা/ মাহারুশ হাসান