শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ঢাকা-১০ আসনের ভোটগ্রহণ সম্পন্ন

ই-বার্তা ডেস্ক ।।   সারা দেশে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দৃশ্যত শান্তিপূর্ণই ছিল পরিবেশ। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ ভোট-সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।

 

সকাল ৮টা থেকে ২৯৯ আসনে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকাল চারটায়। ভোটগ্রহণের কিছুক্ষণ পর থেকেই শুরু হয় গণনা।

 

দেশের অন্য জায়গাগুলোর তুলনায় ঢাকা-১০ আসনের ভোটগ্রহণ ছিল অনেক বেশি শান্তিপূর্ণ ।কোথাও কোনোরূপ বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। মানুষ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।

 

সকালে সিটি কলেজ কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রবেশ করেন ঢাকা ১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস । প্রধানমন্ত্রী ভোট দিয়ে চলে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেচেন। এখান থেকে শেখ ফজলে নূর তাপস চলে যান ধানমন্ডির কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ে সেখানে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর ড. মালিকা কলেজ কেন্দ্রে তিনি পরিদর্শন করেন।

 তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি প্রার্থী আব্দুল মান্নানের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাপস বলেন, উনি (আবদুল মান্নান) যেসব অভিযোগ করেছে তা ভিত্তিহীন। কোথাও কারো এজেন্টদের বের করে দেয়া হচ্ছে না।

 

পরে ঘুরে দেখা গেছে সিটি কলেজ কেন্দ্র, ড. মালিকা কলেজ কেন্দ্র, জিগাতলা কমিউনিটি সেন্টার কেন্দ্র, ইউরোপা ইন্টার ন্যাশনাল স্কুলে ধানের শীষের এজেন্ট আছে। নৌকা ও ধানের শীষের এজেন্টরা পাশাপাশি বেঞ্চে বসে কাজ করছেন।

 

ঢাকা ১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা-১০ আসনের কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। মানুষ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।

 

 

 

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম