শান্তিপূর্ণ নির্বাচনই মূখ্য, ভোটারের সংখ্যা নয়ঃ ইসি সচিব

ই-বার্তা ডেস্ক।।  ভোটের পার্সেন্টেজ ডাজ নট ম্যাটার, বিষয়টি হলো শান্তিপূর্ণ নির্বাচন।  এমনটাই  মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ।

রোববার তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

নির্বাচনে ভোট কম পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে একটি জোট অংশগ্রহণ করেনি।  তাদের ভোটাররা কেন্দ্রে আসেনি।  আবার ওই জোটে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার বিষয় প্রচারণা রয়েছে।  সেটিরও প্রভাব রয়েছে।’

গত দুই দফায় ভোটের হার কম হওয়ায় নির্বাচন গ্রহণযোগ্যতা হারায় কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমাদের দেশের কোনো আইন নেই, যে কত শতাংশ ভোট দিতে হবে বা গ্রহণযোগ্যতার জন্য কত শতাংশ ভোট পড়তে হবে।’

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করছে নির্বাচন কমিশন।  এর মধ্যে তিন ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে।  আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের এবং ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ