শামীমা বেগম ব্রেক্সিট নিয়ে বিরক্ত

ই-বার্তা ডেস্ক।।  ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন থেকে পালিয়ে সিরিয়া যান শামীমা। আল রোজ শরণার্থী শিবিরে অন্যান্য আইএস পরিবারের সঙ্গে বসবাস করছেন তিনি। তিনি বলেছেন, তিনি ব্রেক্সিট নিয়ে বিরক্ত। কারণ এটি চলছে তো চলছেই, একেবারে শেষই হচ্ছে না।

১৯ বছর বয়সী শামীমা দ্য টাইমসকে বলেন, এ আলোচনা চলছে তো চলছেই। যেন শেষই হচ্ছে না। এটি এতই বিরক্তিকর যে, আমি বোনদের বলি যাতে তারা কার্টুন চ্যানেল চালু রাখে।

এতে টেলিভিশন দেখে সময় কাটান এ বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরী। কার্টুন দেখে সময় কাটানোর কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ব্রেক্সিট আলোচনা নিয়ে তিনি বিরক্ত।

উল্লেখ্য, আইএসে যোগ দেয়ার পর থেকে অপরিপক্ব জন্ম নেয়ার কারণে তিনটি শিশু হারাতে হয়েছে তাকে। তার নবজাতক শিশু জারার মৃত্যুর পর এই প্রথম তিনি গণমাধ্যমে কথা বলেন।