শাহজালালে বিমানের জরুরি অবতরণ

ই- বার্তা ডেস্ক।। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৯৯ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান ঢাকার জরুরি অবতরণ করেছে।

আজ সন্ধ্যায় সোয়া ৬টার দিকে বিমানটি জরুরি অবতরণ করে। বিমানটি নিরাপদেই অবতরণ করতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ২৯৯ জন আরোহী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে চীনের বাণিজ্যিক নগরী গুয়াংজু থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে।

বিমানবন্দর সূত্রে বলা হয়, বাংলাদেশের সীমানায় আসার আগে ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে বার্তা পাঠানো হয়, ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের এই উড়োজাহাজের ডান ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। জরুরি অবতরণের পর সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আরোহীরা সবাই উড়োজাহাজের ভেতরে ছিলেন। ত্রুটি মেরামত না হলে বিমানে থাকা আরোহীদের সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ অন্য কোনো ফ্লাইটে করে রিয়াদ নিয়ে যেতে পারে, নয়তো ঢাকার কোনো হোটেলে নিয়ে যেতে পারে।