শাহজালাল বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ ট্রাফিক হেল্পার আটক

ই- বার্তা ডেস্ক।।   শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক ট্রাফিক হেল্পারকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুর পৌনে ১টায় বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের বহিরাঙ্গনে স্বর্ণ বহনের সময় আর্মড পুলিশ তাকে আটক করে।

আটক ব্যাক্তির নাম এমদাদ হোসেন চৌধুরী (৪৬)। তার কাছ থেকে ৩৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

এই বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে থাই এয়ার (ফ্লাইট নম্বর টিজি ৩২১) ফ্লাইটে চড়ে ঢাকায় আসে। স্বর্ণ বহনকারী থাই বিমানে আসা কিছু মাল প্যাকেটে করে ইমপোর্ট কার্গোতে আসে। সেখান থেকে উক্ত স্বর্ণ নিজ হেফাজতে নেন বলে স্বীকার করেন এমদাদ। আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

আটক এমদাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়া চলছে।