শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থাকে কবরে নিয়ে গেছেঃ ডা. জাফরুল্লাহ

ই-বার্তা।। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বর্তমান সরকারের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থাকে কবরে নিয়ে গেছে। এ কারণে শুক্রবার তিনজন এইচএসসি শিক্ষার্থী মারা গেছে।

 

খালেদা জিয়ার’র সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও দণ্ডাদেশ প্রত্যাহারের’ দাবিতে সভার আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম। অনুষ্ঠাতে জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়াকে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

তার মুক্তির জন্য আইনি সহায়তার পাশাপাশি শুক্রবার সমাবেশ করে যে শক্তি দেখিয়েছে, বিএনপি নিয়মতান্ত্রিকভাবে সেই আন্দোলন করে রাজপথে থেকে সেই শক্তি দেখাতে হবে। মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এসএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট