শিরোপা নির্ধারনী ম্যাচে মাঠে নামছে কোয়েটা-পেশোয়ার

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তান সুপার লিগের ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমি। 

পিএসএলের চতুর্থ আসরে দারুণ ধারাবাহিক কোয়েটা ও পেশোয়ার।  গ্রুপপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দুই দল।  এবার শিরোপা নির্ধারণী ম্যাচে খেলছে তারা। 

এবারের আসরে দল হিসেবে বেশ শক্তিশালী দুই ফ্র্যাঞ্চাইজিই।  কোয়েটার ডেরায় আছেন শেন ওয়াটসন, আহমেদ শেহজাদ, রাইলি রুশো, উমর আকমল, ডোয়াইন ব্রাভো, সোহেল তানভির, মোহাম্মদ হাসনাইনের মতো শক্তি। রয়েছেন সরফরাজ আহমেদ নামের বিচক্ষণ নেতা। স্বাভাবিকভাবেই শিরোপার অন্যতম দাবিদার তারা।

অন্যদিকে পেশোয়ার শিবিরে আছেন কামরান আকমল, ইমাম-উল-হক, মিসবাহ-উল-হক, কাইরন পোলার্ড, ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ, হাসান আলীর, টাইমাল মিলসের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা।  তাদের নেতৃত্বে রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ড্যারেন স্যামি।

সঙ্গত কারণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।  প্রশ্ন উঁকি দিচ্ছে, পেশোয়ারের দ্বিতীয় নাকি কোয়েটার প্রথম?

ই-বার্তা / আরমান হোসেন পার্থ