“শুধু ধর্মীয় কারণে কাউকে ছোট করে দেখা অমার্জনীয় অপরাধ”

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফাইয়াজুল হাসান চোহানের হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের জেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শুধুমাত্র ধর্মীয় কারণে কোনো সম্প্রদায়ের মানুষকে ছোট করে দেখা অমার্জনীয় অপরাধ। 

‘হিন্দুরা গো-মূত্র খাওয়া জাতি’ পাঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফাইয়াজুল হাসান চোহানের এমন মন্তব্যে পুরো পাকিস্তানসহ খোদ  প্রধানমন্ত্রী ইমরান খানও অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপদেষ্টা নাইমুল হক এক টুইটবার্তায় জানিয়েছেন, সংখ্যালঘুদের ব্যাপারে অপমানজনক বক্তব্যের কারণে ফাইয়াজুল হাসান চোহানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বাযদারের সঙ্গে আলোচনা করে পাঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফাইয়াজুল হাসান চোহানের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হবে।

পাকিস্তানের কেন্দ্রীয় অর্থমন্ত্রী আসাদ ওমর এবং মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরীন মিজারী ও বিষয়টির কঠিন নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, ব্যাপক তোপের মুখে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন পাঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফাইয়াজুল হাসান চোহান। তিনি বলেন, আমার বক্তব্যে সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থনা করছি। আসলে আমি হিন্দু ধর্মকে কটাক্ষ করিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই আমি টার্গেট করে বক্তব্য দিয়েছি।

ই-বার্তা/ মাহারুশ হাসান