শুধু মুসলিম নয়, আমেরিকায় বসবাসকারী হিন্দু, শিখরাও নিরাপদ নন৷

সাউথ এশিয়ান আমেরিকান লিভিং টুগেদার(সল্ট) নামে এক সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, ডোনান্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচার শুরু করার পর থেকে আমেরিকায় ভিন্ন ধর্মীয়দের উপর হামলার ঘটনা কয়েক গুণ বেড়ে গিয়েছে।

ডোনান্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকায় বসবাসকারী হিন্দু, মুসলিম, দক্ষিণ ও মধ্য এশিয়ার অন্যান্য সম্প্রদায়ের মানুষদের উপর বিদ্বেষমূলক হামলার ঘটনা বেড়েই চলেছে৷ শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে সেই তথ্যই উঠে এসেছে৷

পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, ২০১৬ সালের ৯ নভেম্বর থেকে ২০১৭র ৭ নভেম্বর পর্যন্ত ৩০২টি হামলার ঘটনা ঘটেছে৷ ২০১৪-১৫ সালের তুলনায় ২০১৬-১৭তে প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে হামলার ঘটনা৷ ২০০১ সালের ওয়ার্ন্ড ট্রেড সেন্টারে জঙ্গি হানার পর অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা এরকম বৃদ্ধি পেয়েছিল৷

ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় থেকে আমেরিকায় ধর্মীয় বিদ্বেষমূলক ঘটনা বৃদ্ধি পেয়েছে৷ সল্টের এগজিকিউটিভ ডিরেক্টর সুমন রঙ্গানাথন বলেন, ট্রাম্প প্রশাসনের নীতি এবং কর্মকাণ্ডের জেরে ইসলাম বিরোধী মনোভাবের জন্ম দিচ্ছে আমেরিকাবাসীর মনে৷

শুধু মুসলিম নয়, আমেরিকায় বসবাসকারী হিন্দু, শিখরাও নিরাপদ নন৷ তাদের উপরও আক্রমণ করা হচ্ছে৷ গুলি করে খুন করা হচ্ছে, তাদের উপাসনাস্থলে হামলা করা হচ্ছে৷ ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে হেনস্থার শিকার হতে হচ্ছে৷ বিশেষ করে মুসলিম শিশুদের৷ লক্ষ্য করা গিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের পর এই ধরনের হামলার ঘটনা আরও বেড়ে গিয়েছে৷

হামলাকারীদের নিশানা থেকে বাদ যাচ্ছেন না মহিলারাও৷ তাদের উপর ২১৩টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে৷ যা গতবারের তুলনায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ মুসলিম মহিলারা যারা হিজাব ব্যবহার করেন তারা সহজেই হামলাকারীদের টার্গেট হয়ে যাচ্ছেন৷

রঙ্গনাথন জানান, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা আমেরিকাকে আরও পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন৷ এবং আমেরিকানরা আর আমেরিকাতে সুরক্ষিত বলে মনে করেন না৷ তারা ভয়ে সিঁটিয়ে থাকে৷ একটি সুস্থ স্বাভাবিক দেশের পক্ষে যা মোটেও মঙ্গলদায়ক নয়৷