শেখ হাসিনার পক্ষেই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া সম্ভবঃ পাপন

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এখানে বিব্রত হওয়ার কিছু নেই।  বেসিক জিনিসটি যেটি বুঝি, যে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে।  এটাতে তো কারো কোনো দ্বিমত হওয়ার প্রশ্নই উঠে না।’  

সম্প্রতি ক্যাসিনো ঘটনায় বিসিবির পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনামের সম্পদের হিসাব চেয়ে তলব করেছে দুদক। 

ক্রিকেট বোর্ডের এই দুই পরিচালক প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমি এটুকু জানি যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপটি নিয়েছেন, এটাকে ভালো না বলার কোনো কারণ নেই। কারণ এমন একটা সাহসী পদক্ষেপ তার পক্ষেই নেয়া সম্ভব, আর কারো পক্ষেই নেয়া সম্ভব না। মানে এটা তো আজকের না, হঠাৎ করে না। অনেক বছর ধরে হয়ে আসছে।’

পাপন আরও বলেন, ‘আমি মনে করি এখন যেহেতু এটি প্রক্রিয়াধীন আছে, তা কোন চরম মন্তব্য না করাই। যেমন ধরেন দুদক থেকে সম্পদের হিসেব তো অনেকের কাছেই যায়, যে কারো কাছেই যেতে পারে দুদক। এটার মানে এখনই বলা যাবে না যে সে অনৈতিক বা বেআইনি কোনো কাজ করেছে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু