‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আবরার হত্যার পর দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে’

ই- বার্তা ডেস্ক।।   নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় মর্মাহত হয়েছি।

তিনি বলেন,  সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। একই সঙ্গে আবরারকে হত্যায় জড়িত অভিযোগে বুয়েটের যে ২০ জন শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে তাদের পরিবারের কথা চিন্তা করে খারাপ লাগছে। কারণ যারা গ্রেপ্তার হয়েছে তারাও মেধাবী ছিল। একটা ছেলেকে এ পর্যন্ত নিয়ে আসতে কী পরিমাণ কষ্ট হয়েছে তা তার বাবা-মা ভালো বলতে পারবে।

শামীম ওসমান বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আবরারকে হত্যার পর থানায় মামলা হওয়ার আগেই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অতীতে শিক্ষাঙ্গনে এ ধরনের হত্যাকাণ্ড আরো হয়েছে। কিন্তু কোনো ঘটনার বিচার আজও হয়নি।কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আবরার হত্যার পর দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হয়।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন। ওই সময় শামীম ওসমানের আহ্বানে সাড়া দিয়ে কলেজের শিক্ষার্থীরা আবরারের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে।