শেন ওয়ার্নকে ছাড়িয়ে গেলেন সাকিব

ই-বার্তা ডেস্ক।।  আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ  স্পিনার শেন ওয়ার্নকেও ছাড়িয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

বিশ্বকাপের আসরে শেন ওয়ার্ন ১৭ ম্যাচ খেলে শিকার করেছেন ৩২ উইকেট। সাকিব আল হাসান ইতিমধ্যে ২৭ ম্যাচ খেলে ৩৩ উইকেট শিকার করেছেন। 

তবে আর মাত্র এক উইকেট শিকার করলে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে ছাড়িয়ে যাবেন সাকিব। বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলে ৩৪ উইকেট শিকার করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইরমান খান।

বিশ্বকাপে উইকেট শিকারের তালিকায় ৭১ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা। তিনি ৩৯ ম্যাচে খেলে এই রেকর্ড গড়েন। এরপরই রয়েছেন শ্রীলংকান কিংবদন্তি অফ স্পিনার মুক্তিয়া মুরালিধরান। তিনি ৪০ ম্যাচ খেলে ৬৮ উইকেট শিকার করেছেন। ৩৮ ম্যাচ খেলে ৫৫ উইকেট শিকার করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু