শেষ উসাইন বোল্টের ফুটবল ক্যারিয়ার

ই-বার্তা ডেস্ক।।   দ্রুতগতিতে ছোটার পাশাপাশি ক্রিকেট এবং ফুটবলটাও বেশ ভালোই জানা আছে উসাইন বোল্ট।সেই ভালোজানা, ভালোলাগা থেকেই নিজের লম্বা ক্যারিয়ার শেষ করে ফুটবলে নাম লিখিয়েছিলেন উসাইন বোল্ট।তবে অল্প দূরত্ব অতিক্রম করতেই তাতে যতি টেনে দিলেন আটবারের অলিম্পিক সোনাজয়ী স্প্রিন্টার উসাইন বোল্ট।

২০১৭ সালে স্প্রিন্ট ট্র্যাককে বিদায় জানিয়ে পেশাদার ফুটবলার হওয়ার লড়াই শুরু করেন বোল্ট। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও আবসা প্রিমিয়ারশিপ চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউন্সে অনুশীলন শুরু করেন ৩২ বছর বয়সী এই জ্যামাইকান।গত বছরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলে খেলার সুযোগ পাওয়ায়। সেখানে ‘এ লিগ’র দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ক্লাবে ট্রায়ালেও অংশ নেন। কিন্তু আর্থিক চুক্তি নিয়ে ঝামেলা হওয়ায় নভেম্বরে ক্লাবকে বিদায় বলে দেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বোল্ট বলেন, ‘বেঁচে থাকলে আপনি শিখতে পারবেন। এটা ভালো অভিজ্ঞতা ছিল। আমি একটি দলে থাকাটা খুব উপভোগ করেছি।’

ফুটবলকে বিদায় জানানোর পর নিজের পরবর্তী লক্ষ্য হিসেবে ব্যবসাকে ঠিক করেছেন এই ‘ট্র্যাকের রাজা’।

তিনি বলেন, ‘আমি এখন বিভিন্ন ব্যবসায় জড়াতে চাই। আমার পাইপলাইনে অনেক আইডিয়া আছে। তাই আমি এটা বলতেই পারি, আমি এখন ভিন্ন কিছু নিয়ে চেষ্টা করতে পারব এবং ব্যবসায়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

উল্লেখ্য, ২০১৭ সালে ১০০ মিটার ও ২০০ মিটারের একঝাক রেকর্ড গলায় ঝুলিয়ে ট্র্যাক থেকে নিজেকে গুটিয়ে নেন উসাইন বোল্ট।

ই-বার্তা/ মাহারুশ হাসান