শেষ টি-টোয়েন্টিতে নেই তামিম!

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে তামিমকে। তার স্থানে মোহাম্মদ নাঈম শেখকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

প্রথম টি-টোয়েন্টিতে ভালোই খেলেন তামিম। ৩৩ বলে করেন ৪১ রান। সেই পথে লিটন দাসের সঙ্গে গড়েন ৯২ রানের জুটি, যা ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের উদ্বোধনী জুটির নয়া রেকর্ড।

তবে বিশ্বকাপ সামনে রেখে তরুণদের পরখ করে দেখতে চায় দল। তাই মূলত ড্যাশিং ওপেনারকে বিশ্রাম দেয়ার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।

তামিমের অনুপস্থিতিতে গেল নভেম্বরে ভারত সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে নাঈমের। সেবার দারুণ করেন তিনি। তিন ম্যাচে যথাক্রমে করেন ২৬, ৩৬ ও ৮১।

এর পর জানুয়ারিতে পাকিস্তান সফরে প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ রান করেন বাঁহাতি ওপেনার। পরেরটিতে অবশ্য প্রথম বলেই আউট হয়ে যান তিনি। এর পর তামিম থাকায় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি একাদশে সুযোগই পাননি।

শেষ ম্যাচে প্রথম টি-টোয়েন্টি একাদশ থেকে আরও দু’একটি পরিবর্তনের কথা ভাবছে বাংলাদেশ। বুধবার টিম মিটিংয়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।