শেষ টেস্টটি বাতিল নয়,আপাতত স্থগিত

ই-বার্তা ডেস্ক।।  ক্রাইস্টচার্চের ভয়াবহতার পর অনাকাঙ্খিত পরিস্থিতিতে গতরাতে  দেশে ফিরেছে বাংলাদেশ দল।  মাঠে গড়ায়নি তৃতীয় ও শেষ টেস্ট।  এ ব্যাপারে  বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী  জানান, আপাতত স্থগিত রাখা হয়েছে শেষ ম্যাচ।  তবে বাতিল করা হয়নি। পরবর্তী আলোচনায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান সিও আমাদের জানিয়েছিলেন, এমন পরিস্থিতিতে খেলা চালানো সম্ভব না।  আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করবো।  আর আমরাও ওদের কথায় সম্মতি জানিয়েছি।’

মূলত গত শুক্রবার নিউজিল্যান্ড এর ক্রাইস্টচার্চে স্থানীয় জুম্মার নামাজের সময় দুটি মসজিদে বন্ধুধারীদের গুলিতে ৫০ জন নিহত হয়।  দুই মসজিদের একটিতে নামাজের জন্য গিয়েছিল বাংলাদেশ দল।  কিন্তু অল্পের জন্য কপাল গুনে বেঁচে যায় তারা।  এমতাবস্থায় দুই দেশের সমঝোতায় স্থগিত রাখা হয়েছে শেষ টেস্ট।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ