শেষ মূহুর্তের গোলে কষ্টার্জিত জয় পেল রিয়াল

ই-বার্তা ডেস্ক।।  বুধবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় আয়াক্সের মাঠে কঠিন পরীক্ষা দিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।  শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে গ্যালাক্টিকোরা।  আমস্টাডার্মের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় আয়াক্সের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে তারা।

পুরো ম্যাচে বল দখলে দুই দলই ছিল সমানে সমান।  তবে প্রতিপক্ষের গোলে নেওয়া শটে এগিয়ে ছিল স্বাগতিকরাই।  তাদের নেওয়া ১৯টি শটের মধ্যে টার্গেটে ছিল মাত্র ৭টি।  অন্যদিকে আয়াক্সের গোল মুখে ১৩টি শট নিয়েছেন বেনজেমা-বেলরা। 

শুরুর দিকে অবশ্য নিজেদের মেলে ধরতে পারেনি বেল-বেঞ্জেমারা।  তবে ম্যাচের ১৫ মিনিটে ভিনিসিউসের জোরালো শট ঠেকিয়ে দেন আয়াক্সের গোলকিপার।  সার্বিয়ান ফরোয়ার্ড দুসান তাদিচের শটটি পোস্টে লেগে ফিরে না গেলে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা।  আবারও গোলের সুযোগ নষ্ট করেন আয়াক্সের হাকিম।  ১০ গজ দূরে থিবো কোর্তোয়াকে একা পেয়েও গোল করতে পারেননি মরক্কোর এই মিডফিল্ডার। 

ম্যাচের ৩৮ মিনিটে রিয়ালের জালে বল জড়ালেও ভিএআর প্রযুক্তি সে যাত্রায় বাঁচিয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নদের।  অফসাইড হওয়ায় গোলটি বাতিল করে দেয় রেফারি।  

দ্বিতীয়ার্ধে শুরুতেই করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল।  ম্যাচের ৬০ মিনিটে দারুণ এক আক্রমণে দলকে এগিয়ে দেন তিনি।  ম্যাচের ৭৫ মিনিটে বাঁ দিক থেকে নেরেসের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে নিখুঁত শটে গোল করেন হাকিম।  ফলে সমতায় ফেরে আয়াক্স।  আর ম্যাচের একেবারে শেষ দিকে, ৮৭ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন বেনজেমার বদলি নামা মার্কো আসেনসিও। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু