শোডাউনে প্রস্তুত আ.লীগ, নির্দেশনা দেবেন শেখ হাসিনা

ই-বার্তা ডেস্ক।।   একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ।  এ জয় উদযাপনে শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।  শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে চায় বলে জানিয়েছে ক্ষমতাসীনরা। 

সমাবেশস্থল পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের মতো বিষয়ে নেতাকর্মীসহ সবাইকে হুঁশিয়ার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে নেতাকর্মীদের দিক নির্দেশনাও দেবেন তিনি। এ ছাড়া ২০২১ সালের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরবেন প্রধানমন্ত্রী।’

তাছাড়া দলের অন্যান নেতারা জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে গত ১০ দিন কাজ করা হচ্ছে।  দফায় দফায় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা প্রস্তুতি সভায় মিলিত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন আর পোস্টার।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, সরকারের উন্নয়ন চিত্র, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিভিন্ন চিত্র সংবলিত এ সব ব্যানার-ফেস্টুন।  আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের স্লোগান সংবলিত প্ল্যাকার্ডগুলো শোভা পাচ্ছে ভিআইপি সড়কগুলোতে। ‘গ্রাম হবে শহর’, ‘প্রবৃদ্ধির জন্য অবকাঠামো’, ‘নিরাপদ ও শান্তির দেশ’ ইত্যাদি স্লোগানে সেজেছে শহর। 

নেতারা জানান, আগামীকাল বিজয় সমাবেশ থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন।  ওই সমাবেশ থেকে আগামী দিনে সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন সরকার প্রধান।  তাই এ সমাবেশ গুরুত্ব বহন করছে।  ছুটির দিন হওয়ায় শুক্রবার সমাবেশস্থলে প্রস্তুতি দেখতে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ই-বার্তা/ শফিকুল ইসলাম