শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ঢাকা

ই-বার্তা ডেস্ক।।  টসে হেরে ব্যাটিংয়ে নামা ঢাকার নিয়মিত ওপেনার হযরতুললাহ জাজাই এবং নারাইন দ্রুত আউট হয়ে ফিরে গেলেও দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও পোলার্ড।  সাকিব ধীরগতির ব্যাটিং করে আক্রমনাত্মক পোলার্ডকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন।  ২৬ বলে ৬২ করে পোলার্ড ফিরে গেলে সাকিবও বেশিক্ষণ টিকতে পারেনি।  শেষদিকে রাসেল ১৩ বলে দ্রুত গতির ২৩ রান করলে ১৮৩ রানে শেষ হয় ঢাকার ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়্যান ব্যাটিং দানব গেইল ভালো আাশা জাগিয়েও বেশিদুর নিতে পারেনি তার ইনিংস।  পরে গেইলের দেখানো পথেই হাটেন মেহেদি মারুফ।  পরে রুশো এবং মিথুনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখলেও জেতা হয়নি মাশরাফির দলের।  তাদের আউট হওয়ার পর আলিস ইসলামের বোলিংয়ের সামনে দারাতে পারেনি রংপুরের বাকি ব্যাটসম্যান।  ফলে ২ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় ঢাকা।

সংক্ষিপ্ত স্কোরঃ

ঢাকাঃ ১৮৩/১০,ওভার (২০), ( পোলার্ড ৬২, সাকিব ৩৬, শফিউল ৩৫/৩)

রংপুরঃ ১৮১ /৯ ওভার (২০),( রুশো ৮৩, মিথুন ৪৯, আলিস ইসলাম ২৬/৪)

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু