শ্রীলংকান নির্বাচক কমিটি থেকে বাদ হাতুরাসিংহে

ই-বার্তা ডেস্ক।।    চান্ডিকা হাতুরাসিংহে ছিলেন বাংলাদেশের কোচ। বাংলাদেশে তার দীর্ঘ কোচিং ক্যারিয়ারে তিনিই ছিলেন সর্বেসর্বা। বাংলাদেশের ছেড়ে নিজ দেশ শ্রীলংকার কোচ হওয়ার পর সেখানেও বজায় রাখতে চেয়েছিলেন নিজের আধিপত্য। কিন্তু তার ইচ্ছা দীর্ঘায়িত হয়নি। বাদ পরেছেন শ্রীলংকার নির্বাচক প্যানেল থেকে।

এখন থেকে কোনো সফরে লঙ্কান একাদশ নির্বাচনের কাজটা এখন থেকে করবেন দলের ম্যানেজার আর অধিনায়ক, নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা করে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘কোনো সফরে দল নির্বাচনের কাজটা করবেন টিম ম্যানেজার আর অধিনায়ক এবং সেটা জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা করে। ম্যানেজার, অধিনায়ক এবং নির্বাচক কমিটির সদস্যদের মত নিয়েই বেশিরভাগ সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার স্পোর্টস আইন অনুযায়ী অবশ্য হেড কোচের দল নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ ছিল না। তবে হাথুরুর জন্য সেই আইন কিছুটা শিথিল করা হয়। শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা সেটাতে সম্মতি দিয়েছিলেন। যদিও তাতে খুব একটা সফল হয়নি শ্রীলংকা।  হাথুরুর আমলে ৪২টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে লঙ্কানরা জিতেছে ১৪টি, হেরেছে ২৪টি।  যার ফলস্রুতিতে এবার তাকে সরিয়েই দেয়া হলো নির্বাচক কমিটি থেকে।

ই-বার্তা/ মাহারুশ হাসান