শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়লেন আমলা

ই-বার্তা ডেস্ক।।  শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।  বাদ পড়েছেন ব্যাটসম্যান হাশিম আমলা।  দলে নতুন মুখ ডান-হাতি পেসার এনরিচ নর্টি। 

বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে দল থেকে বাদ পড়লেন অভিজ্ঞ হাশিম আমলা।  সাথে বাদ পড়েছেন জেপি ডুমিনিও।  গেল অক্টোবর থেকে ঘাড়ের ইনজুরির কারণে দলের বাইরে আছেন ডুমিনি। তবে বিশ্বকাপের আগে ডুমিনি চোট কাটিয়ে দলে ফিরবেন বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকার নির্বাচক লিন্ডা জোন্ডি।   

লিন্ডা জোন্ডি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজে আমলা ছিল।  তবে এই সিরিজে সে দলে সুযোগ পায়নি ঠিকই কিন্তু তাকে বাদ দেয়া হয়নি।  সিরিজের প্রথম অংশে আমরা বিভিন্ন পরীক্ষার-নিরীক্ষা করতে চাই।’

এক সিরিজ পরেই দলে ফিরেছেন এনগিডি।  দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি তার।  লিস্ট ‘এ’তে ২৮ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেলেন নর্টি।  ২৮ ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা।  এই দলের পাঁচ জন ওয়ানডে দলে আছেন।  জোহানেসবার্গে আগামী ৩ মার্চ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিকস, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়াইন মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, আন্দিলে ফেলুকুওয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, ডেল স্টেইন ও রাসি ভ্যান ডার ডুসেন।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু