শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০

ই-বার্তা ডেস্ক।।  শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  দেশটির পুলিশের এক মুখপাত্র এ তথ্য জানায়। 

এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

এদিকে নিহতদের স্মরণে দেশটির নাগরিকেরা আজ তিন মিনিটের নিরবতা পালন করেছে।  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, এই ট্রাজেডির মুখে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক। 

দেশটির স্থানীয় সময় গত রবিবার সকাল ৮ টা ৪৫ মিনিট নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে তিনটি গির্জায়  আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।  একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেলও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু