শ্রীলঙ্কা সফরকে ঘীরে টাইগারদের অনুশীলন শুরু আজ

ই-বার্তা ডেস্ক।।  শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দেশের মাটিতে তিন দিন অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের পর দেশে ফিরে বিশ্রামে থাকা ক্রিকেটাররা আজ থেকেই মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে নামছেন।  

লঙ্কা সফরের ওয়ানডে দলের ১৪ ক্রিকেটার অবশ্য এই অনুশীলনে থাকবেন না। দলে ফেরা তাইজুল ইসলাম এখন ভারতে। ব্যাঙ্গালোর থেকেই কলম্বো যাওয়ার কথা এই বাঁহাতি স্পিনারের। চট্টগ্রামে থাকা এনামুল হক বিজয় আগামী ১৯ জুলাই আফগানদের বিরুদ্ধে ওয়ানডে খেলার পর দলের সঙ্গে যোগ দিবেন।

এদিকে গত কয়েকদিন ধরে মিরপুরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুনরা। তাদেরকে সহযোগিতা করছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের ভারপ্রাপ্ত কোচের দায়িত্বও পালন করবেন তিনি। 

গতকাল শেরেবাংলার সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। গত ১৫ জুলাই থেকেই অনুশীলনে নেমে পড়েছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-কাম-ব্যাটসম্যান। সাকিব আল হাসানের পর বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৬৭ রান) ছিলেন তিনি। সাকিব না থাকায় লঙ্কানদের বিরুদ্ধে সিরিজে ব্যাটিংয়ে বড় দায়িত্ব পালন করতে হবে মুশফিক ও তামিমকে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু