সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান অ্যাডভোকেট রুপা

 ই-বার্তা।।   জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।  এরপর শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত এমপি ও মন্ত্রীপরিষদের সদস্যরা।

এবার আলোচনা হচ্ছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে।  সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত আসনে নারী এমপিদের যোগদান নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ সরকার।  এরই মধ্যেই মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে দলটি।  গতকাল বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপা।

সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে জোর চেষ্টা-তদবির করছেন বাংলাদেশের মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপা।  এদিকে রুপা’র সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী হওয়ার আনন্দে মেতে উঠেছে বগুড়াবাসী। 

সংসদে মোট ৫০ জন নারী এমপি হিসেবে দলীয়ভাবে মনোনীত হবেন।  এদের মধ্যে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপা। 

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রুপা বগুড়া থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান।  তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের সংসদ নির্বাচনে আমি বগুড়া-৫ (শেরপুর ধুনট) আসন থেকে অংশ নিতে দলীয়ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম।  পরে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনে প্রার্থী না হয়ে দলের জন্য কাজ করেছি।’

তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ‘১৯৮৫ সালে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেই। সে সময় এই প্রতিষ্ঠানে এক হাজার সাতশ মেয়ে পড়ালেখা করত। সেখানে ছাত্র সংসদ নির্বাচনে আমি বিপুল ভোটে পাস করি।’

‘এরপর আমাকে ভিপি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি সেটি না নিয়ে একটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেছি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় মুন্নুজান হল শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি ১৯৮৯ থেকে ’৯৪ সাল পর্যন্ত।’

‘১৯৯৪ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হই। পরবর্তী সময়ে হাইকোর্টে এসে ২০০৬ সালে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সদস্য নির্বাচিত হই এ যাবৎ কালের সর্বোচ্চ ভোটে। ২০১০ সাল থেকে মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।’

জান্নাতুল ফেরদৌস রুপা ওয়ান ইলেভেনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের আইনি সহায়তা দেন।

এদিকে একাদশ সংসদে জান্নাতুল ফেরদৌসী রুপাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে মনোনয়ন দিয়ে বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছেন বগুড়াবাসী।