সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামী ২৪ এপ্রিল

ই-বার্তা ডেস্ক ।।  আগামী ২৪ এপ্রিল থেকে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে । ওইদিন বিকেল পাঁচটায় অধিবেশন বসবে।

বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহখানেক চলতে পারে।

এই অধিবেশনের পর জুনে শুরু হবে বাজেট অধিবেশন। সংসদের প্রথম অধিবেশন গত ১১ মার্চ শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী একটি অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ