সন্ত্রাসে অর্থ জোগানোয় হাফিজ সাঈদের বিরুদ্ধে মামলা

ই-বার্তা ডেস্ক।।  ২৬/১১ মুম্বাই হামলার মূলহোতা হাফিজ সাঈদ এবং তার ১২ জন সহযোগীর বিরুদ্ধে ২৩টি মামলায় ‘সন্ত্রাসে অর্থ জোগানোয়’ মামলা দায়ের করেছে পাকিস্তান। 

জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদের ওপর আসা, আন্তর্জাতিক মহলের প্রবল চাপের মুখে এই পদক্ষেপ গ্রহণ করল পাকিস্তান। 

পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ জানিয়েছে, জামাত-উদ-দাওয়া প্রধানের বিরুদ্ধে ২৩টি এবং ১২ ঘনিষ্ঠের বিরুদ্ধে পাঁচটি ট্রাস্টকে সন্ত্রাসে অর্থ জোগাতে তহবিল বাড়ানোয় মামলা দায়ের করা হয়েছে।

পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রাস্ট তৈরির মাধ্যমে সন্ত্রাসে অর্থ জোগানোয় জামাত উদ দাওয়া, লস্কর-ই-তৈয়বা, এফআইএ এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। হাফিজ সঈদ এবং জামাত উদ দাওয়ার অন্যান্য নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থ জোগানোয় মামলায় দায়ের করা হয়েছে। এই অপরাধে তাদের সন্ত্রাসবিরোধী আদালতে তোলা হবে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু