সন্ধ্যায় বৈঠকে বসছে ২০ দলীয় জোট

ই- বার্তা ডেস্ক।।   বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক আজ। সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

২০ দলীয় জোটের অন্যতম শরিকদল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র থেকে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে আগামী চার সপ্তাহের মধ্যে বিএনপি বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালন করতে যাচ্ছে। সেই কর্মসূচির সঙ্গে ২০ দলকে যুক্ত করতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের অখণ্ডতা বজায় রেখে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার যে উদ্যোগ নিতে যাচ্ছে বিএনপি, সে ব্যাপারেও সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে।

২০ দলীয় জোটে শরিক দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, মকবুল আহমাদ নেতৃত্বাধীন জামায়াত, মাওলানা আব্দুর রকিব নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট, মাওলানা ইসহাক নেতৃত্বাধীন খেলাফত মজলিস, শায়খ আব্দুল মমিন ও মুফতি ওয়াক্কাস নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলামের দুটি অংশ, কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম নেতৃত্বাধীন এলডিপি, সৈয়দ মোহম্মদ ইবরাহিম নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টি, মোস্তফা জামাল হায়দার নেতৃত্বাধীন জাতীয় পার্টি (কাজী জাফর), এ এইচ এম কামরুজ্জামান খান নেতৃত্বাধীন বাংলাদেশ মুসলিম লীগ, অ্যাডভোকেট গরীবে নেওয়াজ নেতৃত্বাধীন পিপলস লীগ, ড. ফরিদুজ্জামান ফরহাদ নেতৃত্বাধীন এনপিপি, ডা. মোস্তাফিজুর রহমান ইরান নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম