সমালোচনার মুখে সমকামিতায় মৃত্যুদণ্ড বাতিল করল ব্রুনাই

ই- বার্তা ডেস্ক।।   ৭আন্তর্জাতিক সমালোচনার মুখে সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করেছে।

স্থানীয় সময় রোববার (৫ মে) ব্রুনাইয়ের সুলতান হাসনাল বলকাই একথা জানান। খবর বিবিসির।

বলকাই এক ভাষণে বলেন, শরীয়া পেনাল কোড অর্ডার (এসপিসিও) নিয়ে যেসব আলোচনা-সমালোচনা হচ্ছে সে বিষয়ে তিনি অবগত আছেন। নতুন সিদ্ধান্তের ফলে এই সংক্রান্ত আইনের গ্রহণযোগ্যতা বাড়বে।

বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ঘটনায় স্বস্তি জানিয়েছেন। কমনওয়েলথ সেক্রেটারি-জেনারেল প্যাট্রেসিয়া স্কটল্যান্ড বলেন, সমকামিতায় শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড রহিতের ঘটনা আনন্দের।

গতমাসে ব্রুনাই সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুড়ে হত্যার শরীয়া আইন জারি করেছিল। এর প্রতিবাদ জানায় রাজনৈতিক ও শোবিজ জগতের সেলেব্রেটিরা। এর পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্ত বদলাল ব্রনাই সরকার।

সমকামিতার শাস্তি হিসেবে দশ বছরের কারাদণ্ড ব্রুনাইয়ে প্রচলিত আছে। এছাড়া, ১৯৫৭ সালের পর ব্রুনাইয়ে কাউকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম