সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

ই-বার্তা ডেস্ক।।  সাগর উত্তাল হওয়ায় আবহাওয়া অধিদফতরের দুর্যোগবিষয়ক এক বিশেষ সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। 

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

সক্রিয় মৌসুমি বায়ু ও ভারী বৃষ্টির কারণে দেশের তিনটি সমুদ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকাগুলোকে তীরের কাছাকাছি নিরাপদ জায়গায় ফিরে আসতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে আজ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু