সম্মান জানিয়ে তুরস্কে ওজিলের নামে রাস্তা

ই-বার্তা।।  বর্ণবৈষম্য ও অসম্মানের শিকার হওয়ার গ্লানি নিয়ে গেল সোমবার জার্মানি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসুত ওজিল।জার্মানিসহ বিশ্বজুড়ে ভক্তরা পক্ষে দাঁড়িয়েছেন তার। তবে, সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছেন তুরস্কবাসীর কাছ থেকে। অবসরের একদিন পরই তার নামে রাস্তার নামকরণ করে তাকে সম্মান জানিয়েছে তুরস্ক।

বিশ্বকাপের আগে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে পড়েন ওজিল। সে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) থেকে তাকে সতর্ক করা হয়। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানি ছিটকে যাওয়ার কারণ হিসাবে দায়ী করা হয়েছিল আর্সেনাল তারকার নিষ্প্রভ পারফরম্যান্সকে। এমনকি, দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও তার প্রতি বিষেদগার করেছেন বলে জানান জার্মানির হয়ে ৯২ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড।অভিমান নিয়ে বলেছেন, যখন আমি ভালো খেলে জিতি তখন আমি একজন জার্মান। আর যখন হেরে যাই তখন আমি অভিবাসী। যখন ফেডারেশনের অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও আমার তুর্কি পরিচয়কে অপমান করলেন, এবং স্বার্থপরের মতো আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রপাগান্ডায় নামলেন, যথেষ্ট হয়েছে, তাদের সাথে আর নয়।