সরকারবিরোধী আন্দোলনে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব

ই-বার্তা ডেস্ক।।  দেশে দেশে চলছে সরকারবিরোধী আন্দোলন, বিক্ষোভ। গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারের দাবিতে প্রাণ দিচ্ছে অগণিত মানুষ।  গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে ইরাক, লেবানন, স্পেনের কাতালোনিয়া, চিলি, বলিভিয়া, চীনের হংকংসহ বিভিন্ন দেশ ও অঞ্চলে।  

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় গত দুই দিনেই অর্ধশত মানুষ নিহত হয়েছে। চিলিতে আন্দোলনের মুখে মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। স্বাধিকারের দাবিতে রাজপথে আন্দোলন করছে কাতালোনিয়ার লাখ লাখ মানুষ। বন্দি প্রত্যর্পণের বিল আনুষ্ঠানিকভাবে বাতিলের পরও রাজনৈতিক স্বাধীনতার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে হংকংয়ের বাসিন্দারা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে চলমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়ে এর সংস্কারের দাবি তুলেছে জনগণ। ইরাক সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা মেধার ভিত্তিতে সরকারি কাজে নিয়োগ দিচ্ছে না। এছাড়া দুর্নীনির অভিযোগও রয়েছে। চলতি মাসে শুরু হওয়া প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে সংঘর্ষে দুই শতাধিক লোক নিহত হয়েছে। 

মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জ্বালানি, তামাক ও হোয়াটসঅ্যাপ কলের ওপর নতুন করারোপ সিদ্ধান্তের প্রতিবাদে। 

লাতিন আমেরিকার কয়েকটি দেশে বেশ কিছুদিন ধরেই ক্ষোভের বিস্ফোরণ দেখা গেছে। ভেনিজুয়েলার পর এবার চিলিতে আন্দোলন দানা বেঁধেছে। এর কারণ হলো দ্রব্যের উচ্চমূল্য। সম্প্রতি জ্বালানি তেলের উচ্চমূল্য এবং দেশটির দুর্বল মুদ্রার কারণ দেখিয়ে চিলি সরকার বাস ও মেট্রোর ভাড়া বৃদ্ধি করে। এর প্রতিবাদে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। গত শুক্রবার রাজধানী সান্তিয়াগোতে বিক্ষোভে ১০ লাখের বেশি মানুষ জড়ো হয়। আন্দোলনের মুখে চিলির মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। 

বিক্ষোভ হচ্ছে লাতিন আমেরিকার আরেক দেশ বলিভিয়ায়। নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে রাজপথে বিক্ষোভ করছে বিরোধী দল ও সাধারণ মানুষ। এই বিক্ষোভের মধ্যে গত বৃহস্পতিবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইভো মোরালেসকেই জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচনী ট্রাইব্যুনাল। 

রাজনৈতিক স্বাধীনতার দাবিতে বিক্ষোভ চলছে চীনের নিয়ন্ত্রণে থাকা হংকংয়ে। বন্দি প্রত্যর্পণ নিয়ে সরকারি একটি বিলের বিরোধিতা করতে গিয়ে এই গ্রীষ্মে হংকংয়ে বিক্ষোভের সূত্রপাত।

আন্দোলন চলছে স্পেনের কাতালোনিয়ায়। গত ১৪ অক্টোবর কাতালোনিয়ার স্বাধীনতাপন্থি নেতাদের কারাবন্দি করার প্রতিবাদে স্পেনের বার্সেলোনার রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু