সরকারি চাকরিজীবীদের জনকল্যাণে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।  ‘জটিলতা সকল কাজেই রয়েছে একসময় লাল ফিতার সংস্কৃতি চালু ছিল, কিন্তু এখন আমরা সাদা ফিতার সংস্কৃতি ব্যবহার করছি (সরকারি কাজের ফাইলে)। কিন্তু এর মানে এই না সাদা ফিতার সংস্কৃতির জন্য কাজ দ্রুত হবে, কারণ লাল ফিতার সংস্কৃতি এখনো বিদ্যমান রয়েছে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিজীবীদের লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে দেশ এবং দেশের জনগণের কল্যাণে কাজ করে যেতে বলেছেন।

 

২৩ জুলাই সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।সরকারি চাকরিজীবীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, মাঝে মাঝে সরকারি চাকরিজীবীরা কোনো ফাইলের প্রতি বিশেষ আগ্রহ দেখান না। তারা টেবিলের পাশে ফাইলটি রেখে দেন। একপর্যায়ে ফাইলটির কথা ভুলে যান এবং কখনো কখনো তা হারিয়ে ফেলেন। অবার কখনো সরকারি চাকরিজীবীরা জনসাধারণের অর্থ দিয়ে এমন কিছু প্রকল্প আনেন যার কার্যকারিতা কম বা জনগণ তার সুফল পায় না। প্রধানমন্ত্রী বলেন, ‘’প্রধানমন্ত্রী কোনো কাজের পরিকল্পনা নেওয়ার আগে তা দেশের ও জনগণের কল্যাণে লাগবে কিনা, ভালো করে ভাবার জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন।একসময় সরকারি চাকরিজীবীরা ভাবতেন যে এটা সরকারি চাকরি, আমি কাজ করি অথবা না করি মাস শেষে বেতন পাবো। এ ধরনের ভাবনা গ্রহণযোগ্য নয়। সরকারি চাকরি মানে কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের দেওয়া করের মাধ্যমে বেতন ও মজুরি পাওয়া।’ ‘আপনারা বেতন পচ্ছেন, আরাম-আয়েশ করছেন তার সবকিছু আসছে দেশের জনগণের থেকে। আপনাদের সবসময় মনে রাখতে হবে কীভাবে তাদের সেবা দেবেন। আপনাদের চিন্তু-ভাবনা হবে সর্বদা তৃণমূল পর্যায়ের মানুষের কল্যাণ।তাদেরকে উদ্ভাবনী শক্তি দিয়ে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে হবে।

 

 

আপনাদের সবসময় মনে রাখতে হবে কীভাবে তাদের সেবা দেবেন। আপনাদের চিন্তু-ভাবনা হবে সর্বদা তৃণমূল পর্যায়ের মানুষের কল্যাণ।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এগিয়ে যেতে চাই। সমৃদ্ধ হতে চাই। নতুন নতুন উপায় উদ্ভাবন করে দেশকে এগিয়ে নিতে হবে। জনসেবায় প্রয়োগ করতে হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী জনসেবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সরকারি চাকরিজীবীদের জনপ্রশাসন পদক বিতরণ করেন।

 

 

 

ই-বার্তা।ডেস্ক