সরকারের চক্রান্তে সুচিকিৎসা পাচ্ছে না খালেদা জিয়াঃ রিজভী

ই-বার্তা ডেস্ক।।  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে খুব দ্রুত তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি।  

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষে এ দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বেগম জিয়াকে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না জানিয়ে রিজভি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে করা কোনো দাবী কারা কর্তৃপক্ষ রক্ষা করেনি।  সরকারের প্ররোচনায় কারা কর্তৃপক্ষ বেগম জিয়ার অসুস্থতাকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে।  

রিজভী বলেন, অসুস্থ অবস্থায় বিএনপি চেয়ারপারসনকে বারবার আদালতে হাজির করা হচ্ছে।  তার অসুস্থতা সত্ত্বেও সেটিকে আমলে না নিয়ে বারবার আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সরকারের চক্রান্তের কারনেই বেগম জিয়ার সুচিকিৎসা ও জীবন এখন গভীর সংকটের মুখে। 

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থতার কারণে গতকাল (বুধবার) আদালতে হাজির হতে পারেননি।  অনতিবিলম্বে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে নিয়ে সুচিকিৎসার দাবি জানান।

উল্লেখ্য, দুর্নীতি মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত কয়েকমাস ধরে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু