সরকার কৃষকের পাশে আছে বলেই খাদ্য উৎপাদন বেড়েছেঃ কৃষিমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক সরকার কৃষকের পাশেই আছেে উল্লেখ করে বলেছেন, ধানের দাম নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। দ্রুতই এর সমাধান করা হবে।

আজ সোমবার (২০ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে উপজেলা কৃষি কর্মকর্তাদের গাড়ী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, সরকার কৃষকের পাশে আছে বলেই খাদ্য উৎপাদন বেড়েছে।  বিভিন্ন কৃষি উপকরণের দাম কয়েক গুণ কমিয়ে উৎপাদন বাড়ানো হয়েছে। দেশ খাদ্য স্বয়ংসম্পুর্ন হয়েছে।

তিনি বলেন, দেশে শিল্পায়নের ফলে দিন দিন কৃষি শ্রমিক কমে যাচ্ছে। এ জন্য কৃষি যান্ত্রিকীকরণ আপরিহার্য। কৃষি যান্ত্রিকীকরণে সরকার ৫০ থেকে ৭০ ভাগ পর্যন্ত ভর্তূকি দিয়ে থাকে, কৃষি ও কৃষকের প্রয়োজনে যা যা করা দরকার সব করা হবে। সরকার এ ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করছে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে প্রণোদনা বাবদ ৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৬ হাজার কোটি টাকা খরচ হয়েছে, বাকি ৩ হাজার কোটি টাকা কৃষি যান্ত্রিকীকরণ ব্যবহৃত হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমরা খাদ্য উদ্বৃত্ত দেশ। এখন আমরা পুষ্টির দিকে নজর দিয়েছি।

ধানের দামের বিষয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, এ ব্যাপারে বিভিন্ন মহলের সাথে আলাপ আলোচনা হচ্ছে। দ্রুতই এর সমাধান করা হবে। কৃষিকে আধুনিকায়ন,যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করে কৃষির সব সমস্যা দূর করা হবে। আমাদের নির্বাচনী ইশতেহারে যা যা উল্লেখ রয়েছে তা সব বাস্তবায়ন করা হবে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম