সরকার খালেদা জিয়ার চিকিৎসা করতে ভয় পায়ঃ ফখরুল

ই- বার্তা ডেস্ক ।।   বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা করতে ভয় পায় ।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

কর্মসূচিতে ফখরুল বলেন, ‘আমরা বারবার খালেদা জিয়ার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার দাবি করলেও সরকার তা শুনছে না। সরকার তার চিকিৎসার ব্যবস্থা করতে ভয় পায়। কারণ, সরকার মনে করে তিনি চিকিৎসা নিতে গেলেই তারা ক্ষমতা হারাবে। এই একটি কারণ ও ভয়ে তারা তাকে আটকে রেখেছে।’

 কর্মসূচিতে বিএনপি মহাসচিব  চিকিৎসা পাওয়া তার (খালেদা জিয়া) মৌলিক অধিকার উল্লেখ করে বলেন, ‘সেই অধিকারটুকু তিনি পাচ্ছেন না। তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই অবৈধ সরকার গত এক বছরেরও বেশি সময় ধরে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে কারাগারে আটকে রেখেছে।’

এ সময় খালেদা জিয়াকে গণতন্ত্রের মা হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে একটার পর একটা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। এর একটা উদ্দেশ্য আছে, তা হলো তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের মা হিসেবে স্বীকৃত।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সেলিনা রহমান, শামসুজ্জামান দুদু, ডা. জাহিদ হোসেন, দলটির চেয়ারপাসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালামসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম