সরকার ২২ হাজার পর্ণ সাইট বন্ধ করেছেঃ মোস্তাফা জব্বার

ই-বার্তা ডেস্ক।।  সামাজিক বিশৃঙ্খলা ও সাইবার অপরাধ রোধে সরকার ২২ হাজার পর্ন সাইট বন্ধ করে  দিয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার সংসদে বিএনপি দলীয় সদস্য হারুন অর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, “সামাজিক বিশৃঙ্খলা ও সাইবার অপরাধ রোধে সরকার ২২ হাজার পর্ন সাইট, কয়েক হাজার স্যায়ার ডোয়্যার সাইট বন্ধ, ফেসবুক ও ইউটিউবে নোংরা ও অশ্লীল উপাত্ত অপসারণ, টিক টক অ্যাপ বন্ধ করা হয়েছে।” 

তিনি বলেন, ফেসবুক ও ইউটিউব থেকে অশ্লীল সাইট বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তার বিষয়টি সারাবিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর আওতায় তথ্যপ্রযুক্তি বিভাগে ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা সংস্থা স্থাপিত হয়েছে। 

তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব সমস্যাগুলো আমরা মুখোমুখি হচ্ছি, এগুলো বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটা আমাদের সমাজ সংস্কৃতি ও প্রচলিত সমাজ ব্যবস্থার স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয় না। এটি মূলত আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয়। তাদের (ফেসবুক ও ইউটিউব) বাংলাদেশে কোনো অফিসও নেই। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কনটেন্ট রয়েছে, এগুলোতে সরকার হস্তক্ষেপ করতে পারে কিনা বা অপসারণ করতে পারে কিনা এ বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”  

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকার টেলিকম বিভাগে সাইবার সিকিউরিটিজ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে।

সুত্রঃ যুগান্তর 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু