সর্বোচ্চ কী সাজা হতে পারে বন্দুকধারী ব্রেন্ডন ট্যারেন্টের?

ই- বার্তা ডেস্ক।।   অনেক দেশেই  নির্বিচারে হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় অপরাধীকে।

তবে নিউজিল্যান্ডের মসজিদে নারকীয় হত্যাযজ্ঞ চালানো ব্রেন্ডন ট্যারেন্টের (২৮) সাজা প্রাণদণ্ড হওয়ার সম্ভাবনা নেই। কারণ নিউজিল্যান্ডের আইনে মৃত্যুদণ্ড রদ করা হয়েছে আরও অনেক আগেই।

 ১৯৩৫ সাল থেকে শাস্তি হিসেবে নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ড পরিহার করা হয়। তবে আইন করে পার্লামেন্ট মৃত্যুদণ্ড প্রথা রহিত করে ১৯৬১ সালে। আইন পাস হয় ৪১-৩০ ভোটের ব্যবধানে।

তবুও রাষ্ট্রদ্রোহিতার বিশেষ অপরাধে ১৯৮৯ সাল পর্যন্ত জারি ছিল মৃত্যুদণ্ড আইন। পরবর্তীতে তাও বিলোপ করা হয়। এই পর্যন্ত দ্বীপ দেশটিতে মাত্র ৮৩টি মৃত্যুদণ্ড কার্যকরের নজির রয়েছে। মৃত্যুদণ্ড অনুপস্থিত নরওয়েতেও। সেখানে ২০১১ সালে উগ্রবাদী শ্বেতাঙ্গ ব্রেইভিকের ৭৯ জনকে হত্যার ঘটনায় তাকে ২২ বছরের জেল দেওয়া হয়েছিল।

তবে এর পূর্বে নিউজিল্যান্ডে নির্বিচারে হত্যার ঘটনায় ৩০ বছর জেলেরও নজির রয়েছে। ব্রেন্ডন ট্যারেন্টের ক্ষেত্রে এই শাস্তির মেয়াদ বাড়তে পারে আরও কয়েকগুণ। তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম