সহজে ব্যবসার সূচকে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ই-বার্তা ডেস্ক।। কোনও দেশে ব্যবসা-বাণিজ্যের নিয়ম-কানুন ও তার বাস্তবায়ন কতটুকু সহজ বা কঠিন, তার ওপর বিশ্বব্যাংকের তৈরি সূচকে এবার আট ধাপ এগিয়েছে বাংলাদেশ।

আজ সকালে প্রকাশিত বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস রিপোর্টে ২০২০ বা সহজে ব্যবসা করার সূচক অনুযায়ী এ বছর ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। গতবার যা ছিল ১৭৬তম। বিশ্বব্যাংকের এই প্রতিবেদন প্রকাশের আগে গত মাসে আইএফসি ব্যবসা-বাণিজ্যের নিয়মকানুন সংস্কারে শীর্ষ ২০টি দেশের যে তালিকা প্রকাশ করে, তার মধ্যে অবস্থান ছিল বাংলাদেশরও।

পাশ্ববর্তী দেশ ভারত এই সূচকে ১৪ ধাপ এগিয়ে এবার ৬৩তম স্থানে অবস্থান করছে। আর সূচকের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এরপর রয়েছে সিঙ্গাপুর, হংকং আর ডেনমার্কের মতো দেশগুলো।