সাকিবকে স্বরুপে ফেরাতে সব সুযোগ-সুবিধা দেবে বিসিবি

ই-বার্তা ডেস্ক।।  ২০২০ সালে ১৩টি টেস্ট, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনেকগুলো সীমিত ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। এমন সুযোগ সব সময় আসে না।  সুযোগ যখন আসল তখনই নিষিদ্ধ হলেন দেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তাকে ছাড়াই পাড়ি দিতে হবে ২০২০।  

সাকিবকে ছাড়াই বুধবার ভারত গেল বাংলাদেশ টি-টোয়েন্টি দল। বিমানবন্দরে তাকে ছাড়া খেলতে যাওয়ার আগে রীতিমতো হাহাকার করেছেন নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। 

এর মধ্যেও নিজেদের যতদূর সম্ভব সামলে নিষেধাজ্ঞা শেষে সেরা সাকিবকে পাওয়ার আশায় বুক বাঁধছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং বোর্ড পরিচালক জালাল ইউনুস অভিন্ন কণ্ঠে কথা বলেছেন। 

সাকিবের নিষেধাজ্ঞার অর্থ হলো, তিনি কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না। সাধারণত এরকম ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডও নিষিদ্ধ খেলোয়াড়কে জিমসহ অন্যান্য সুবিধা ভোগ করতে দেওয় না। কিন্তু সুজন বলছিলেন, তারা চেষ্টা করবেন সাকিবকে এই সুবিধাগুলোর মধ্যেই রাখার, ‘আমাদের মাননীয় সভাপতি পরিষ্কার বলেছেন, আমরা নিষেধাজ্ঞা শেষেই সেরা ফর্মের সাকিবকে চাই। আর পেতে গেলে সাকিবকে অনুশীলনের মধ্যে এবং জিম বা অন্যান্য সুবিধার মধ্যে থাকতে হবে। এ ব্যাপারে আইসিসির কোনো বাধা না থাকলে তাকে এসব সুবিধা দেওয়া হবে।’  

একই বিষয়ে জালাল ইউনুস একটি সংবাদ মাধ্যমে বলেছেন, তারা চান সাকিব নিজেকে যেন প্রস্তুত রাখতে পারে, ‘ট্রেনিংয়ের সুযোগ দেওয়া বিসিবির ব্যাপার বলেই আমরা জানি। তো সেই সুযোগ আমরা সাকিবকে দেব। অবশ্যই কোনো দলের সঙ্গে অনুশীলন করতে পারবে না, এখানে আইসিসির নিষেধ আছে। কিন্তু আলাদা করে ট্রেনিং করার সুযোগ সে পাবে। আমরা চাই সে নিজেকে প্রস্তুত রাখুক। এক বছর পর যখন নিষেধাজ্ঞা শেষ হবে, তখন যেন সে প্রস্তুত থাকে মাঠে নামতে।’ 

বিসিবির প্রধান নির্বাহী সুজন বলছিলেন, ‘আমরা তো চাই, সে যেন নিজেকে প্রস্তুত রাখতে পারে। সে জন্য যদি কোনো সুযোগ থাকে তার খেলার, সেটা আমরা করে দিতে চাই। এ রকম (আমিরের মতো) রেফারেন্স থাকলে সেটাকে আমরা আইসিসির কাছে আবেদনের সময় ব্যবহার করব। আমাদের কথা একটাই—সাকিবকে সেরা ফর্মে ফেরত চাই আমরা।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু