সাকিবের বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নিবে

ই-বার্তা ডেস্ক।।  ঢাকা ডায়নামাইটসকে কিছু না জানিয়ে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারের ঢাকা ডাইনামাইটস ছেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ফ্রাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ নিজাম।  

তিনি বলেন, সাকিবের বিষয়ে কী হবে, সেটা বিসিবি বলতে পারবে। তারা তো রিটেইন করার ফরম এখনও দেয়নি। সেটা দিলে না হয় আমরা তালিকা দিতে পারতাম। যাকে যাকে প্রয়োজন, তাকে আমরা ধরে রাখতে পারতাম। এখন তো সবাই চলে যাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং গত আসরগুলোতে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা ফ্রাঞ্চাইজিকে না জানিয়ে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারের এমন আচরণে বিরক্ত বিসিবি ও ঢাকার ফ্রাঞ্চাইজি মালিকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম জানিয়েছেন, আগামী সোমবার গভর্নিং কাউন্সিলের জরুরি সভা আছে। সেখানে সাকিবের এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

টানা তিন মৌসুম ঢাকা ডায়নামাইটসে খেলার পর সাকিব এবার রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সাকিব রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় রংপুরে এখন দুইজন আইকন। রংপুরে আগে থেকেই খেলছেন মাশরাফি বিন মর্তুজা। 

সাকিবের ঢাকা ছেড়ে রংপুরে যোগদান এবং চিটাগং ভাইকিংসের মালিকানা ছেড়ে দেয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে শনিবার মিটিংয়ে বসেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু